সাকিবসহ ১৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুসন্ধান চলমান থাকায় ক্রিকেটার সাকিব আল হাসানসহ ১৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত।
দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার (১৬ জুন) ঢাকার সিনিয়র বিশেষ জজ মো. জাকির হোসেন গালিবের আদালত এ আদেশ দেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা তানজিল আহম্মেদ এ তথ্য জানিয়েছেন।
নিষেধাজ্ঞা পাওয়া অন্যরা হলেন:
- সমবায় অধিদপ্তরের উপনিবন্ধক মো. আবুল খায়ের
- কাজী সাদিয়া হাসান
- আবুল কালাম মাদবর
- কনিকা আফরোজ
- মোহাম্মদ বাশার
- সাজেদ মাদবর
- আলেয়া বেগম
- কাজি ফুয়াদ হাসান
- কাজী ফরিদ হাসান
- শিরিন আক্তার
- জাভেদ এ মতিন
- মো. জাহেদ কামাল
- মো. হুমায়ুন কবির
- তানভির নিজাম
দুদকের আবেদনে বলা হয়, অভিযোগ সংশ্লিষ্ট মো. আবুল খায়েরসহ অন্যদের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অর্থ আত্মসাৎ করে সরকারি বিধি বিধান এবং শেয়ারবাজার আইন লঙ্ঘনপূর্বক শত শত কোটি টাকা শেয়ারবাজারে বিনিয়োগসহ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগটি অনুসন্ধানাধীন।
অনুসন্ধানকালে গোপন সূত্রের ভিত্তিতে জানা যায়, অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিরা দেশত্যাগ করে অন্য দেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন বিধায় সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ গমন রহিতকরণ একান্ত আবশ্যক।
এমআইএন/এমএএইচ/এমএস
What's Your Reaction?






